Chair

চেয়ার ক্রয় করার আগে অবশ্যই যেটা জানা জরুরী

redecraft chair buy and details order

আসসালামু আলাইকুম
অনেকেরই চেয়ার সম্পর্কে সঠিক ধারণা নেই, এবং কিভাবে চেয়ার অর্ডার করবেন সেটিও জানেন না আজকে চেয়ারের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হল।

চেয়ার কেনার সময় যে প্রশ্নগুলা সাধারণত করা হয়ঃ
১| প্রশ্নঃ চেয়ারের হেড রেস্ট কি উঠানো নামানো করা যায়?
উত্তরঃ জী হ্যাঁ আপনি চাইলে আপনার সুবিধামত হেডরেস্ট উঠানো নামানো করতে পারবেন।

২| প্রশ্নঃ চেয়ার কি উঠানো নামানো করা যায়?
উত্তরঃ জী হ্যাঁ আপনি চেয়ার আরামদায়কের জন্য আপনার উচ্চতা অনুযায়ী চেয়ার উঠানো বা নামানো করে রেখে বসতে পারবেন।

৩| প্রশ্নঃ চেয়ারের পিছন দিকে কি হেলানো যায়?
উত্তরঃ জী হ্যাঁ চেয়ারের পিছন দিক হেলানো যায় ১৩৫ ডিগ্রি পর্যন্ত। আপনি না চাইলে এটি লক করে রেখে দিতে পারবেন।

৪| প্রশ্নঃ চেয়ারে বসে চারদিকে ঘুরানো যায়?
উত্তরঃ জী হ্যাঁ আপনি চেয়ারে বসে চারদিকে ঘুরাতে পারবেন, এটি ৩৬০ ডিগ্রি এঙ্গেলে ঘুরতে পারবে।

৫| প্রশ্নঃ নিচ থেকে সিট পর্যন্ত কতটুকু উচ্চতা?
উত্তরঃ নিচ থেকে সিট পর্যন্ত উচ্চতা ১৮ থেকে ২২ ইঞ্চি পর্যন্ত উঁচু নিচু করা যায়।

৬| প্রশ্নঃ ব্যাক সাপোর্ট কি? এটির কাজ কি?
উত্তরঃ ব্যাক সাপোর্ট এর কাজ আপনার মেরুদণ্ডের হাড় কে সোজা রাখা। দীর্ঘক্ষণ বসে কাজ করলেও ব্যাকপেইন হওয়ার সম্ভাবনা কম থাকে।

৭| প্রশ্নঃ চেয়ারের সিটে কত ইঞ্চি ফোম দেয়া হয়েছে?
উত্তরঃ চেয়ারের সিটে ২ ইঞ্চি ফোম ব্যাবহার করা হয়েছে যার ফলে দীর্ঘক্ষণ বসে কাজ করলেও ফোম দেবে যাবে না।

৮| প্রশ্নঃ নিচের পায়াটা কি চায়না নাকি অরিজিনাল?
উত্তরঃ চেয়ারের সাথে সাধারণত চায়না পায়া ব্যাবহার করা হয় যদি আপনি চান সেক্ষেত্রে অরিজিনাল পায়া নিতে পারবেন সেক্ষেত্রে কিছু টাকা যোগ করতে হবে।

৯| প্রশ্নঃ আপনারা চেয়ারের কি কি বিষয়ে উপর ওয়ারেন্টি দেন?
উত্তরঃ আমরা চেয়ারের পায়া, চাকা, সিটের ফোম এর ওয়ারেন্টি দিয়ে থাকি।

১০| প্রশ্নঃ ওয়ারেন্টি কিভাবে পেতে পারি?
উত্তরঃ চেয়ারের প্রতিটা অংশ আলাদা ভাবে খোলা যায়, আপনার চেয়ারের যে অংশে সমস্যা হবে সেই অংশটা আমাদের কাছে পাঠাতে হবে আমরা সেটি পরিবর্তন/সংশোধন করে পাঠিয়ে দিবো।

১১| প্রশ্নঃ আপনারা চেয়ারের কতদিন ওয়ারেন্টি দিয়ে থাকেন?
উত্তরঃ আমরা চেয়ারের জন্য ২ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এবং সাথে ১ বছরের ফ্রি সার্ভিসিং দিয়ে থাকি।

১২| প্রশ্নঃ অর্ডার করার নিয়মটা কি?
উত্তরঃ অর্ডার করার জন্য আপনাকে ৫০০/৩০০ টাকা পেমেন্ট করতে হবে কারণ এটি বড় পার্সেল আপনি কোন কারণে চেয়ারটি রিসিভ না করলে আমাদের কুরিয়ারকে বেশি টাকা প্রদান করতে হয় যা ক্ষতির কারণ।

১৩| ঢাকার ভিতর ডেলিভারি চার্জ কত টাকা?
উত্তরঃ ঢাকার ভিতর ডেলিভারি চার্জ ২০০ টাকা।

১৪| ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ কত টাকা?
উত্তরঃ ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ ৩০০ টাকা।

১৫| প্রশ্নঃ আপনারা কিভাবে ডেলিভারি দেন?
উত্তরঃ আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যেকোন প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি

১৬| প্রশ্নঃ অর্ডার করার কত দিন এর ভিতর চেয়ার হাতে পেতে পারি ঢাকা এবং ঢাকার বাহিরে?
উত্তরঃ অর্ডার করার পর চেয়ার কুরিয়ারে পিকআপ হওয়ার ২/৩ দিন এর ভিতর সাধারণত ডেলিভারি করা হয়ে থাকে। কিছু সময় ১/২ দিন সময় বেশি লাগতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *