Frequently asked questions

১| প্রশ্নঃ চেয়ারের হেড রেস্ট কি উঠানো নামানো করা যায়?
উত্তরঃ জী হ্যাঁ আপনি চাইলে আপনার সুবিধামত হেডরেস্ট উঠানো নামানো করতে পারবেন।
২| প্রশ্নঃ চেয়ার কি উঠানো নামানো করা যায়?

উত্তরঃ জী হ্যাঁ আপনি চেয়ার আরামদায়কের জন্য আপনার উচ্চতা অনুযায়ী চেয়ার উঠানো বা নামানো করে রেখে বসতে পারবেন।

৩| প্রশ্নঃ চেয়ারের পিছন দিকে কি হেলানো যায়?

উত্তরঃ জী হ্যাঁ চেয়ারের পিছন দিক হেলানো যায় ১৩৫ ডিগ্রি পর্যন্ত। আপনি না চাইলে এটি লক করে রেখে দিতে পারবেন।

৪| প্রশ্নঃ চেয়ারে বসে চারদিকে ঘুরানো যায়?
উত্তরঃ জী হ্যাঁ আপনি চেয়ারে বসে চারদিকে ঘুরাতে পারবেন এটি ৩৬০ ডিগ্রি এঙ্গেলে ঘুরতে পারবে।
৫| প্রশ্নঃ নিচ থেকে সিট পর্যন্ত কতটুকু উচ্চতা?
উত্তরঃ নিচ থেকে সিট পর্যন্ত উচ্চতা ১৮ থেকে ২২ ইঞ্চি পর্যন্ত উঁচু নিচু করা যায়।
৬| প্রশ্নঃ ব্যাক সাপোর্ট কি? এটির কাজ কি?

উত্তরঃ ব্যাক সাপোর্ট এর কাজ আপনার মেরুদণ্ডের হাড় কে সোজা রাখা। দীর্ঘক্ষণ বসে কাজ করলেও ব্যাকপেইন হওয়ার সম্ভাবনা কম থাকে।

৭| প্রশ্নঃ চেয়ারের সিটে কত ইঞ্চি ফোম দেয়া হয়েছে?

উত্তরঃ চেয়ারের সিটে ২ ইঞ্চি ফোম ব্যাবহার করা হয়েছে যার ফলে দীর্ঘক্ষণ বসে কাজ করলেও ফোম দেবে যাবে না।

৮| প্রশ্নঃ নিচের পায়াটা কি চাইনা নাকি অরিজিনাল?
উত্তরঃ চেয়ারের সাথে সাধারণত চাইনা পায়া ব্যাবহার করা হয় যদি আপনি চান সেক্ষেত্রে অরিজিনাল পায়া নিতে পারবেন সেক্ষেত্রে কিছু টাকা যোগ করতে হবে।
৯| প্রশ্নঃ আপনারা চেয়ারের কি কি বিষয়ে উপর ওয়ারেন্টি দেন?

উত্তরঃ আমরা চেয়ারের পায়া, চাকা, সিটের ফোম এর ওয়ারেন্টি দিয়ে থাকি।

১০| প্রশ্নঃ ওয়ারেন্টি কিভাবে পেতে পারি?
উত্তরঃ আমরা চেয়ারের পায়া, চাকা, সিটের ফোম এর ওয়ারেন্টি দিয়ে থাকি।
১১| প্রশ্নঃ আপনারা চেয়ারের কতদিন ওয়ারেন্টি দিয়ে থাকেন?

উত্তরঃ আমরা চেয়ারের জন্য ২ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এবং সাথে ১ বছরের ফ্রি সার্ভিসিং দিয়ে থাকি।

১২| প্রশ্নঃ অর্ডার করার নিয়মটা কি?
উত্তরঃ অর্ডার করার জন্য আপনাকে ৫০০/৩০০ টাকা পেমেন্ট করতে হবে কারন এটি বড় পার্সেল আপনি কোন কারনে চেয়ারটি রিছিভ না করলে আমাদের কুরিয়ারকে বেশি টাকা প্রদান করতে হয় যা ক্ষতির কারন।
১৩| ঢাকার ভিতর ডেলিভারি চার্জ কত টাকা?
উত্তরঃ ঢাকার ভিতর ডেলিভারি চার্জ ২০০ টাকা।
১৪| ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ কত টাকা?
উত্তরঃ ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ ৩০০ টাকা।
১৫| প্রশ্নঃ আপনারা কিভাবে ডেলিভারি দেন?
উত্তরঃ আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যেকোন প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি।
১৬| প্রশ্নঃ অর্ডার করার কত দিন এর ভিতর চেয়ার হাতে পেতে পারি ঢাকা এবং ঢাকার বাহিরে?
উত্তরঃ অর্ডার করার পর চেয়ার কুরিয়ারে পিকআপ হওয়ার ২/৩ দিন এর ভিতর সাধারণত ডেলিভারি করা হয়ে থাকে। কিছু সময় ১/২ দিন সময় বেশি লাগতে পারে।